৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সাবেক মেজরের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ফরিদা ইয়াসমিন ববি (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে উপজেলার মোড় এলাকার ছয়তলা ভবনের চারতলার একটি ফ্ল্যাট থেকে ফরিদার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরিদা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এস এম মিরাজউদ্দিনের স্ত্রী। তাঁরা আজহার মোল্লার ওই বাড়িটিতে ভাড়া থাকতেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফ্ল্যাটের একটি কক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।’

সকালে ময়নাতদন্তের জন্য ফরিদার মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!