১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:০৩
মুন্সিগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাপের কামড়ে পাঁচ বছরের নুসরাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে এ ঘটনা ঘটে। সে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের ধলু মিয়ার মেয়ে।

স্বজনরা জানায়, গতকাল দুপুরে খাটের উপর বসে মেয়েটি পা ঝুলিয়ে খেলছিলো। এ সময় খাটের নিচ থেকে বিষধর সাপ তাকে দংশন করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ভ্যাকসিন না থাকায় ঢাকা নেওয়ার জন্য এ্যাম্বুলেন্সে উঠানোর আগেই মারা যায়। জরুরী বিভাগের চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন। পরে ওঝার কাছে নিয়েও কাজ হয়নি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান জানান, সাপে কামড়ানো পাঁচ বছরের একটি শিশুকে মৃত অবস্থায় স্বজনরা নিয়ে এসেছিলো।

error: দুঃখিত!