নিজস্ব প্রতিবেদক: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন বিশৃঙ্খল কর্মকান্ডে জড়িয়ে পড়া মুন্সিগঞ্জের সেই শাহ অালম কে পিটিয়ে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা।
গতকাল সন্ধ্যা ৭টা’র দিকে মুন্সিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। এর অাগের দিন অপসাংবাদিকতা ও কয়েকজন সাংবাদিকের উপর হামলা’র অভিযোগে মুন্সিগঞ্জ সদর থানায় শাহ অালমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
কিছুদিন পূর্বেই অপসাংবাদিকতা ও তথ্য বিকৃতির দায়ে জাতীয় পত্রিকা ‘খবরপত্র’ থেকে চাকরীচ্যুত করা হয় শাহ অালম কে। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত শাহ অালমকে মুন্সিগঞ্জ প্রেসক্লাব থেকেও বহিস্কার করা হয়।
উত্তেজিত জনতার দাবি, শাহ অালম বিকৃত মস্তিষ্কের একজন ব্যাক্তি। সে অর্থলোভে যে কারো চরিতার্থ করায় বিশেষ পারদর্শী।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ অালী অামার বিক্রমপুর কে জানান, শাহ অালমের বিরুদ্ধে তথ্য অাইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাছাড়া তার বিরুদ্ধে পূর্বের অভিযোগগুলির ব্যাপারে অাইনি প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ করা হবে।