১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:১৮
মুন্সিগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৪ ডিসেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে প্রথমবারের মত অনলাইনে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সফটওয়ার ভিত্তিক কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অনলাইনে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদনকারী গ্রাহক সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং পুলিশ ভেরিফিকেশনে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ‘অনলাইনে কোন গ্রাহক পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্টের আবেদনে করলে পুলিশের পক্ষ থেকে কোন ধরনের হয়রানি বা টাকার লেনদেন কোন সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘গ্রাহকরা আবেদনের প্রেক্ষিতে পুলিশ রিপোর্ট এবং ক্লিয়ারেন্স পাবে।’

এতে পুলিশের কোন সদস্য বা সংশ্লিষ্ট কেউ অর্থ দাবি করলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দেন পুলিশ সুপার।

এ সময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, ওসি ডিবি আলমগীর হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, অনলাইনে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদনকারী একাধিক গ্রাহক সহ জেলার বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

error: দুঃখিত!