৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি ঘোষণা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সাংস্কৃতিক সংগঠন হিরণ-কিরণ থিয়েটারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ঢালীকে সভাপতি ও আরিফ মোড়লকে সাধারণ সম্পাদক করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার বিকালে শহরের কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনটির সাধারণ সভা হয়। এতে সভাপতিত্ব করেন অভিজিৎ দাস ববি।

সেখানে জানানো হয়- বিগত কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারি মাসের ১৭ তারিখে। এরপর ৬ মাস মেয়াদে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সেটিরও মেয়াদ শেষ হয় ২ মাস আগে। ফলে আজ বিশেষ সাধারণ সভার আহবান করা হয়। এতে জেলার ৬২টি সংগঠনের প্রায় সকল সংগঠনের পক্ষ হতে প্রতিনিধিরা উপস্থিত হন৷ পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে জাহাঙ্গীর আলম ঢালীকে সভাপতি এবং আরিফ মোড়লকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সাংবাদিক সোনিয়া হাবিব লাবণীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আরিফ উল ইসলাম, অনিয়মিত সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মোস্তফা আল মামুন টিটু, উদিচী শিল্পী গোষ্ঠীর সভাপতি স.ম কামাল, বিক্রমপুর থিয়েটারের সভাপতি হুমায়ুন ফরিদ, জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক মাহাফুজুর রহমান লিপু, হিরণ কিরণ থিয়েটারের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বপন খোকা, সপ্তর্ষী সংগঠনের সাধারণ সম্পাদক জয়া দাস শিখা, আবৃত্তি শিল্পী হোসনে আরা ঝুমুর, সম্মিলিত নৃত্য শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক নুরুন্নবী মুন্না প্রমুখ।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!