২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:১৫
মুন্সিগঞ্জে সন্তানকে ধর্ষণ অভিযোগের মামলায় পিতা গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বানিয়াল গ্রামে শারীরিক প্রতিবন্ধী সন্তানকে (১৫) ধর্ষনের অভিযোগে মায়ের দায়ের করা মামলার আসামি পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকালে পার্শ্ববর্তী শরিয়তপুর জেলার একটি এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় অভিযুক্তকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা আসামিকে থানায় নিয়ে আসে।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৬ জানুয়ারি মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলাটি করেন ভুক্তভোগীর মা।

মামলার এজাহারে বলা হয়- প্রতিবন্ধি মেয়েটি নিজ ঘরে বসতকালে পিতার কাছে একাধিকবার ধর্ষণের শিকার হন। বিষয়টি প্রথমদিকে স্থানীয় সালিশ-বিচারকদের কাছে জানালেও কাজ হয়নি।

পুলিশ পরিদর্শক সজিব দে জানান, পরে চলতি বছরের জানুয়ারিতে মেয়েটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা করেন। মামলার খবর পেয়ে বাড়ি ছেলে পালিয়ে যান অভিযুক্ত পিতা। পলাতক অবস্থায় বৃহস্পতিবার ধরা পড়েন তিনি।

কাল শুক্রবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান এই পুলিশ পরিদর্শক।

error: দুঃখিত!