মুন্সিগঞ্জ, ১৬ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে জনগুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে গরুর হাটের কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে সরেজমিনে মুক্তারপুর সেতু সংলগ্ন তিতাস গ্যাস কার্যালয় এলাকায় দেখা যায়, হাটের স্বেচ্ছাসেবীরা হাতে লাঠিসোটা নিয়ে ঢাকা-মুক্তারপুর-টংগিবাড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন।
এসময় অটোরিকশা আরোহী সুমিত সরকার বলেন, ‘আমি প্রতিদিনকার মত পেশাগত কাজে মুক্তারপুর সেতু থেকে মুন্সিগঞ্জ শহরে আসার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় উঠি। পঞ্চসার ইউনিয়ন পরিষদের অদূরে তিতাস গ্যাস কার্যালয়ের সামনে থেকে আমাকে বহনকারী অটোরিকশাটি কয়েকজন যুবক আটকে দেয়। জানতে চাইলে তারা নিজেদের গরুর হাট লোক বলে জানায়। তাদের প্রত্যেকের হাতে বাঁশি ও কাঠের লাঠি ছিলো। একইসময় আমার মত আরও ৫-৭ টি গাড়িকে তারা এই পথ থেকে ফিরিয়ে দেয়। তাদের এরুপ আচরণে আমি হতভম্ব।’
মুুন্সিগঞ্জগামী আরেক যাত্রী সাথি আক্তার বলেন, ‘যতটুকু জায়গা নিয়ে হাট বসানোর কথা তার থেকে বেশি এলাকা নিয়ে হাট বসানো হয়েছে। এরপর আবার তাদের সুবিধার জন্য সড়কও বন্ধ করে দেয় হয়েছে। কতটা ক্ষমতাবান হলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব করা সম্ভব।’
জানতে চাইলে মুক্তারপুর পশুর হাটের ইজারাদার আব্দুল মতিন বলেন, ‘আমরা কোন সড়ক বন্ধ করিনি। আমরা সড়ক যাতে সচল থাকে সেই ব্যবস্থা করেছি।’
মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান বলেন, ‘সড়ক বন্ধ করে হাটের কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’