১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:৪১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সংসারের দাবিতে স্বামীর বাড়ি ঘেরাও স্ত্রীর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ সেপ্টেম্বর ২০২৪, জুয়েল দেওয়ান, গজারিয়া (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় সংসারের দাবিতে স্বামীর বাড়ি ঘেরাও করে অনশন করেছেন স্ত্রী। তবে এসময় খবর পেয়ে অভিযুক্ত স্বামী পালিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে অবস্থান নিয়ে অনশন করেন তানিয়া আক্তার (২৪) নামের ওই নারী। তিনি চট্টগ্রামের পাহাড়তলী উপজেলার বিটেক গ্রামের জাকির হোসেনের মেয়ে।

অভিযুক্ত ফয়সাল আহমেদ পাপ্পু (২৬) নয়ানগর গ্রামের আবুল কালামের ছেলে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার সময় ফয়সাল আহমেদ পাপ্পুর সাথে প্রেমের সম্পর্ক হয় তার। এরপর তারা বিয়ে করেন। কয়েক বছর ভালোভাবে সংসার কাটলেও স্বামী ফয়সাল ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়েন। পরে স্বামীকে ডিভোর্স দেন তানিয়া। এভাবে কিছুদিন যাওয়ার পর পাপ্পু মাদক ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তানিয়াকে বিয়ের জন্য চাপ দিলে ২০২২ সালের মার্চে তারা আবার বিয়ে করেন। এরপর তারা ফেনী জেলায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। গত ৬মাস আগে তানিয়াকে ভাড়া বাসায় রেখে চলে আসেন পাপ্পু এবং তানিয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তানিয়া বিভিন্নভাবে পাপ্পুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। উপায় না পেয়ে মঙ্গলবার ছুটে আসেন গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে পাপ্পুর বাড়িতে।

অনশনরত তানিয়া বলেন, ‘আমার মা নেই, বাবা আছে। ও আমাকে বিয়ে করে একটি বাসায় রেখে পালিয়ে গেছে। খবর পেয়েছি সে আবার বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে আছে। আমার আসার খবর শুনে দ্বিতীয় স্ত্রী কে নিয়ে পালিয়ে গেছে সে। পাপ্পু যদি আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেয় তাহলে আমি এই জীবন রাখতে চাই না। আমি ওর সাথে সংসার করতে চাই।’

ফয়সাল আহমেদ পাপ্পুর মা রোজিনা বেগম বলেন, ‘পাপ্পু আমার প্রথম সংসারের ছেলে। ওর বাড়ি এখানে না চাঁদপুরে। পাপ্পু নয়ানগর থাকে না, ওই মেয়ে কিছু করলে চাঁদপুর গিয়ে করুক এখানে কেন? তাদের বিয়ের বিষয়ে আমার কিছু জানা নেই।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!