৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৪৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে সেনাবাহিনীর মতবিনিময়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দেশে চলমান অস্থিরতার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন রোধে করণীয় বিষয়ে মুন্সিগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনী।

আজ শনিবার সকাল ১১ টার দিকে জেলা সার্কিট হাউজে মুন্সিগঞ্জের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা লে: কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেনের নেতৃত্বে এই সভা হয়। এতে জেলার ৬ টি উপজেলা থেকে ৪৫ জন হিন্দু ও অনান্য ধর্মাবলম্বীদের প্রতিনিধি-নেতারা অংশ নেন।

সেনা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লসের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো. রিফাত রহমান।

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সাথে তাদের ব্যক্তিগত নিরাপত্তা, উপাসনালয়ের নিরাপত্তা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে নজরদারি বৃদ্ধির উপর জোরারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, অভিজিৎ দাস ববি, অনক কুমার মিত্র, অ্যাডভোকেট সঞ্জীব কুমার মন্ডল, বলরাম বাহাদুর, তাপস কুমার দাস, গোবিন্দ দাস পোদ্দার, নিতাই চন্দ্র দাস, রণজিৎ চন্দ্র নাথ প্রমুখ।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!