নৌকা প্রতীকে ভোট দেয়ায় পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকরা মুন্সীগঞ্জের লৌহজংয়ে খিদিরপাড়া ইউনিয়নের পিংরাইল গ্রামে হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ১৫টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করেছে। বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে ২০ থেকে ২৫ নারী ও পুরুষকে তারা আহত করে।
শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে বৃদ্ধ কৃষ্ণ পোদ্দার, সুদেব ঢালী, তাপষ পোদ্দার, দীন বন্ধু, রিপন মল্লিক, গনেশ রায়, মহাদেব সরকার, সাধনা রানী, গোবিন্দ রায় ও খগেন মল্লিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী জানায়, শনিবার রাতে খিদিরপাড়া ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণার পর আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহ নেওয়াজ মৃধার কর্মী সমর্থকরা নৌকা প্রতীকের সমর্থক হিন্দু সম্প্রদায়ের একাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এ সময় বাড়িঘরে থাকা নারী-পুরুষকে এলোপাতাড়ি মারধর করে।
ক্ষতিগ্র্রস্তরা জানায়, শ্রীদাম সরকার, বটো কৃষ্ণ, দীন বন্ধু, নরউত্তম সরকার, শুবল সরকার, বকুল সরকার, ভাগ্য রানী মন্ডলের বাড়ি ও একটি মন্দির ভাঙচুরসহ হামলাকারীরা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শনে ফোর্স পাঠিয়েছি। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।