১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ১২:৪৬
মুন্সিগঞ্জে শিশুর ফিটার ধোয়া পানি ফেলাকে কেন্দ্র করে ৩ জনকে পিটিয়ে জখম
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ জুন, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রামে শিশুর ফিটার ধোয়া পানি ফেলাকে কেন্দ্র করে ৩ জনকে পিটিয়ে জখম করা হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের রবিউল এর সাথে চাচা বাবু মিয়ার জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকালে রবিউল এর চাচাতো বোন শাকিলা রবিউল এর ভিটি বাড়িতে তার শিশুর ফিটারের পানি ফেলায় রবিউল গংরা হামলা চালিয়ে চাচা বাবু মিয়া, চাচী এবং চাচাত বোন সাকিলাকে (১৮) পিটিয়ে জখম করে।

আহত ৩ জন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় বাবু মিয়া বাদী হয়ে হামলাকারী ভাতিজা বরিউল তার স্ত্রী শেফালী এবং শিরিনাসহ ৪ জনকে আসামি করে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।

আহত বাবু মিয়া জানান, বৃহস্পতিবার বিকালে তার মেয়ে সাকিলা তার দেড় মাসের শিশুর ফিটারের পানি রবিউল মিয়ার জায়গায় ফেলে দেয়া।

এ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের পিটিয়ে জখম করেছে। তিনি আরও জানান হামলাকারীরা ঘটনার সময়ে সাথে থাকা ৫৬ হাজার টাকা , তার স্ত্রী এবং মেয়ে সাকিলার একটি করে দুইটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে গেছে।

অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই তানভীর শেখ জানান হামলায় ৩ জন আহত হয়েছে। আহত এবং হামলাকারী দুই পক্ষ একই পরিবারের লোকজন। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।