মুন্সিগঞ্জ, ২০ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে শিয়ালের কামড়ে দুইটি গ্রামের অন্তত ১৩ জন জখম হয়েছেন। পরে তারা হাসপাতাল থেকে প্রতিষেধক নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে সদর উপজেলার মহাকালি ও নাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা পরে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে প্রতিষেধক নিয়েছেন।
মহাকালি গ্রামে শিয়ালের কামড়ে আহত কৃষক আনোয়ার হোসেন জানান, স্থানীয় একটি মুদি দোকানের সামনে কয়েকজন বসা ছিলেন, হঠাৎ সেখানে শিয়ালটি এসে সকলকেই কামড়ায়। তবে ভেতরে থাকায় দোকানি রক্ষা পান। একটি শিয়ালই প্রথমে মধ্যমহাকালী থেকে আবার লাগঘেষা নাহাপাড়া গ্রামেও কয়েক জনকে কামড়িয়ে পালিয়ে যায়।
শিয়ালের কামড়ে জখমকৃতরা হলেন- নাজমা সুলতানা, বিল্লাল হোসেন, মেহেদী হাসান, আনোয়ার দপ্তরী, মাসু বেগম, স্নিগ্ধা মনি, সাব্বির, আনিসুল হক, আরবা, দেলোয়ার, দ্বীপ মন্ডল ও সাদিয়া। এদের বয়স ১৫ থেকে ৫০ বলে জানিয়েছেন চিকিৎসক। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রান্ত সরদার জানান, রাত ৮টা ৪০ মিনিট থেকে একে একে ১৩জন চিকিৎসা নিয়েছে। তাদের পায়ে, উড়ুর অংশে কামড়ের ক্ষত ছিলো। প্রয়োজনীয় ভ্যাক্সিনেশন করা হয়েছে। শিয়ালের কামড়ের ২৪ ঘন্টার মধ্যে ভ্যাক্সিন নিলে কোন ঝুঁকি থাকে না। আহতরা এক-দেড় ঘন্টার মধ্যেই ভ্যক্সিন নেওয়ায় তাদের আর ঝুঁকি নেই।