মুন্সিগঞ্জ, ২৫ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে শিক্ষকের পিটুনির ভয়ে মাদ্রাসা থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে এক মাদ্রাসা ছাত্র। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।
ডায়েরি সূত্রে জানা যায়, সদর উপজেলার আধারা ইউনিয়নের সোলারচর এলাকার মৃত কামাল মোল্লা ও কাজলী বেগম দম্পতির পুত্র সন্তান মো. সাব্বির হোসেন (১০) গেল ৮ জুন দুপুর আড়াইটার দিকে একই ইউনিয়নের চিতলীয়া এলাকা থেকে নিখোঁজ হয়। সে চিতলীয়া বাজার সংলগ্ন দারুল সুন্নাত মাদ্রাসায় পড়াশোনা করতো।
নিখোঁজের মামা নুরুল আমিন বলেন, ‘মাদ্রাসার জনৈক শিক্ষক সাব্বিরকে মারধরের ভয় দেখালে সে মাদ্রাসা থেকে কৌশলে বের হয়ে যায়। এরপর তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘সাব্বিরের বাবা নেই। তার মা মানুষের বাসা বাড়িতে কাজ করে সংসার চালিয়ে ছেলের লেখাপড়া চালান। এখন ছেলের হদিস না পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন’
ছেলেটির খোঁজ পাওয়া গেলে এই নাম্বারে (০১৯৪০৮৫২৭৯৭) যোগাযোগের অনুরোধ করেছে পরিবার।