মুন্সিগঞ্জ, ১১ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল, মিষ্টি ও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেছেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
আজ রোববার রাত ৮টা’র দিকে মুন্সিগঞ্জ শহরের কালিবাড়ি এলাকায় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মৃণাল কান্তি দাস বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বপ্নসাধ বাস্তবায়নে তথা একটি উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা নাজমা, বীর মুক্তিযোদ্ধা সমর ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলন, বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আ. করিম চৌধুরী, গৌতম মুখার্জি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন প্রমুখ।
এর আগে মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে মৃণাল কান্তি দাস এমপির নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।