৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৯:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে লাইসেন্সকৃত ১৮৪ অস্ত্রের মধ্যে ২৩টি জমা পড়েনি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সরকারি লাইসেন্সকৃত ১৮৪ অস্ত্রের মধ্যে ২৩টি এখনো জমা পড়েনি। অর্থাৎ ১৬১টি বিভিন্ন প্রকৃতির অস্ত্র জমা পড়েছে প্রশাসনের কাছে।

মুন্সিগঞ্জ পুুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এ তথ্য জানান। তিনি বলেন, ‘অনেকে বিদেশে থাকায় বা আত্মগোপনে থাকায় তাদের সাথে প্রশাসনের পক্ষ হতে যোগাযোগ করা সম্ভব হয়নি।’

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গের অনুকুলে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ১৮৪টি অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়।

গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে নির্দেশ দেয়া হয়। তবে এখনো অনেক বৈধ আগ্নেয়াস্ত্র জমা পড়েনি।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!