মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে মো. ছামাদ (৫৮) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উওর মান্দ্রা এলাকা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। পরে রাত ৯টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে র্যাব-১১।
সিপিসি-১, র্যাব-১১ এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছামাদকে আটক করা হয়েছে। তিনি শ্রীনগর থানার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি।