২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:০৮
মুন্সিগঞ্জে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের ২ সদস্য আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে মানবপাচার চক্রের ২ সদস্যকে আটকের দাবি করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর মোহনা ষ্টোর থেকে নাঈম বাউল ও মোক্তার হোসেন নামে দুই ব্যাক্তিকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিকাশ সিম কার্ড সহ স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রতারক ও মানবপাচার চক্রের সাথে জড়িত এ সদস্যরা দীর্ঘদিন যাবৎ দেশের প্রবাসী কয়েকজন প্রতারকের মাধ্যমে নিরীহ সাধারণ প্রবাসীদেরকে ইরাকের বুসরা প্রদেশ থেকে ইরাকের বাগদাদ প্রদেশে নিয়ে গিয়ে অধিক বেতনে ভালো কোম্পানীতে চাকুরী দিবে বলে প্রস্তাব দেয়। তার পর তাদেরকে ইরাকের বুসরা প্রদেশে আসামী মো: জুয়েল (২৩), পিতা- জাকির মেম্বার, গ্রাম- চরপ্রসন্ন নগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এবং ইরাক প্রবাসী আসামী মো: নয়ন হোসেন (২২), পিতা- জুবায়ের হোসেন ওরফে দরবেশ আলী, গ্রাম- চরপ্রসন্ন নগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ পরস্পর যোগসাজসে প্রবাসী ভিকটিমদেরকে জিম্মি করে মোটা অংকের টাকা মুক্তিপন আদায় করে। নাঈম বাউল মোল্লাকান্দি বালুচর গ্রামের মোক্তার হোসেনের ছেলে, মোক্তার হোসেন গাইজুদ্দিন বাবুর ছেলে।

error: দুঃখিত!