মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় র্যাবের অভিযানে বিদেশি বিয়ারসহ হাসান হাওলাদার (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
শুক্রবার (২ আগস্ট) রাত ১১টায় উপজেলার আউটশাহী গ্রামের রব মোল্লার বাড়ির দক্ষিণ পাশ থেকে ১৩৭ ক্যান বিয়ারসহ তাকে আটক করা হয়।
আটককৃত হাসান উপজেলার বলই গ্রামের আলী আবকর হাওলাদারের ছেলে।
শনিবার (৩ আগস্ট) বিকালে শ্রীনগর উপজেলার র্যাব-১১, ভাগ্যকুল ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে মুন্সিগঞ্জ র্যাবের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে টংগিবাড়ির আউটশাহী এলাকা থেকে মাদক কারবারি হাসান হাওলাদারকে আটক করা হয়। এ সময় একই এলাকার রমজাম ঢালী নামে তার এক সহযোগী পালিয়ে যায়।
আটককৃত হাসানের কাছ থেকে ১৩৭ ক্যান বিদেশি বিয়ার ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টংগিবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।