১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১১:৫৮
মুন্সিগঞ্জে রেললাইনের পাশে পড়েছিল মাথার খুলিবিহীন মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ফ্লাইওভার সংলগ্ন রেল লাইনের পাশ থেকে মধ্যবয়সী অজ্ঞাত পুরুষের মাথার খুলিবিহীন মরদেহ উদ্ধার হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, চেহারাসহ মাথার একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানান, বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পাই আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এক পুরুষ ব্যক্তির মরদেহ রেল লাইনের পাশে পড়ে আছে। ঠিক ১০-১২ হাত দূরেই বিচ্ছিন্ন অবস্থায় ওই ব্যক্তির মাথার মগজ ছড়িয়ে ছিটিয়ে ছিলো। পরে কমলাপুর রেলওয়ে স্টেশন পুলিশকে খবর দেয়া হয়। তারা পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা রেলওয়ে পুলিশ নিবে।