১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তার দেয়াল টপকে পার হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নিমতলা এলাকায় ঢাকা থেকে মাওয়াগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তিটি নিমতলা বাসস্টান্ড থেকে রাস্তার দেয়াল টপকে নিমতলা বাজারের দিকে যাচ্ছিল। এমন সময় ঢাকা থেকে একটি দ্রুতগামী লাল রঙের প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে গাড়ির সাথে ৩০/৪০ হাত দূরে নিয়ে যায়। পরে সেখান থেকে গাড়িটি দ্রুত পালিয়ে যায়।

হাসাড়া হাইওয়ে ফাড়ির ইনচার্জ আফজাল হোসেন রাত সাড়ে ১১ টার দিকে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এলাকার কেউ তাকে চিনতে পারছেনা। লাশ হাসাড়া হাইওয়ে ফাড়িতে রয়েছে। আমরা পিবিআইকে খবর দিয়েছি। লাশ সনাক্ত করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!