মুন্সিগঞ্জ, ২ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর সেতু সংলগ্ন ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে রাস্তা পার হতে গিয়ে পণ্যবাহী ট্রাক চাপায় প্রাণ গেছে মো. মোস্তাকিম (৪০) নামে এক শ্রমিকের। এসময় দুইটি ট্রাক আটক করেছে স্থানীয়রা।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেতুর নারায়ণগঞ্জ প্রান্তে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম স্থানীয় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করতেন এবং স্ত্রী ও ২ সন্তান নিয়ে পশ্চিম মুক্তারপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি খুলনাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন নিহত মোস্তাকিম। এসময় রাস্তা পার হতে গেলে হঠাৎ দুইটি ট্রাক ব্যাকগিয়ারে পেছন দিকে চলতে থাকলে চাপা পড়েন ওই ব্যক্তি। পরে সাথে থাকা আরেকজন দ্রুত তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। স্থানীয়রা দুইটি ট্রাক আটক করে রেখেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।