২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | ভোর ৫:০১
মুন্সিগঞ্জে রাস্তার পাশে পড়েছিল অটোরিকশা চালকের মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় রাস্তার পাশ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের রাজানগর গ্রামে লাশটি পাওয়া যায়।

সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আবু তাহের (৪০) রাজানগর গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।

নিহতের বোন আঁখি বেগম বলেন, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে ভাই খাবার খেয়ে গাড়ি ছাড়া একাই বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। এরপর তাকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে ভোরে কাঁচা রাস্তার উপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে সেখানে গিয়ে লাশ শনাক্ত করি।’

সহকারি পুলিশ সুপার বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে। নিহতের থুতনিসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‘ময়নাতদন্ত শেষে হত্যা নাকি দুর্ঘটনা বলা যাবে’ বলেন তিনি।

 

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!