মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা মুন্সিগঞ্জ পৌর এলাকার রমজানের নিত্য পন্যের দোকানগুলো পরিদর্শন করেছেন।
সোমবার বিকালে পৌরসভা সংলগ্ন ফল পট্রির ফলের দোকানগুলো থেকে শুরু করে পুরো বাজারটি মনিটরিং করেন।
এসময় তিনি ভোজ্য পন্যের দাম, ভোক্তা অধিকার আইন মানা হচ্ছে কি না, পরিস্কার পরিচ্ছনতার ব্যাপারে খোঁজ খবর নেন। পাশাপাশি সকল প্রকার দোকানদারদের প্রাথমিকভাবে সতর্ক করে দেন যেন পবিত্র রমজানে কোন ধরনের ভেজাল খাবার বিক্রি ও মজুদ না রাখে ।
বাজার মনিটরিংয়ের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হারুন অর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান প্রমুখ।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম কয়েকটি মিষ্টির দোকানে গিয়ে মোটা কাগজের মিষ্টির প্যাকেট গুলো ব্যবহার না করার অনুরোধ করেন দোকনিকে। মিষ্টির কাগজের বক্সগুলোর ওজন করে দেখা গেছে প্রতিটার ওজন প্রায় ২শত গ্রাম। গ্রাহক কোনদিন এ ব্যাপারে চিন্তাও করেনি। এতে করে ক্রেতা সাধারন প্রায় ৫০ টাকা দিয়ে মিষ্টির বক্সটি কিনে নিচ্ছে।
এ সময় কয়েকটি দোকানে থাকা পুরানো পোঁড়া তেল রাস্তায় ফেলে দিয়ে বিনিষ্ট করেন।
মধুবন সুইটমিট এর মিষ্টির দোকানে থাকা মেয়াদ উত্তীর্ণ পঁচা মিষ্টি পুকুরে ফেলে দেয়া হয়।
মুন্সিগঞ্জ কাঁচা বাজারে অবস্থিত মুদি দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ কোন পন্য বিক্রি হচ্ছে কি না সেটাও মনিটরিং করে দেখেন জেলা প্রশাসক।