মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
গেল ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খালইস্ট এলাকায় জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমদের মালিকানাধীন ‘সবুজ ছায়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট’ ভাঙচুর, লুট ও ককটেল নিক্ষেপের ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন ভুইয়াকে (আফছু) প্রধান আসামি করে শহর ছাত্রলীগের সভাপতি নোবেল ও সাধারণ সম্পাদক সাগরসহ ৩৩ জনের নামোল্লেখ করে মামলা দায়ের হয়েছে।
এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৫০/৬০ জনের কথা উল্লেখ রয়েছে।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় মুন্সিগঞ্জ সদর থানায় ওই সাবেক যুবদল নেতা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন ওসি আমিনুল ইসলাম।
মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুইয়া, সহ সভাপতি আতাউর রহমান ভূইয়া, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসাইন সাগর, ছাত্রলীগ কর্মী নিরব, মিলন ওরফে চাক্কু মিলন, শিপলু সরকার, শিপন ভূঁইয়া, শাওন ভূঁইয়া, বোরহান প্রমুখ।
মামলায় বলা হয়- আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর করে রেষ্টুরেন্টের ক্যাশবক্স থেকে নগদ দেড় লাখ টাকা, ৫টি এসি, ২টি ওয়ালটন ফ্রিজ, ১২ টি সিলিং ফ্যান, ৩৫ কেজি ওজনের ১০টি সিলিন্ডার গ্যাস, একটি কাবাব মেশিন, ১টি ওভেন, একটি কফি মেশিন লুটপাট করেন।
এছাড়াও সবুজ ছায়া হোটেল এন্ড রেস্টুরেন্টের গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, হাড়ি, পাতিল, কাপ, পিরিচসহ সকল আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে।