মুন্সিগঞ্জ, ২৫ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ সড়কের লতব্দী বড় গোয়ালবাড়ী সংলগ্ন সড়কের খাদে আজ সকাল সাড়ে ৯ টায় আনুমানিক ২০ বছর বয়সী গলাকাটা এক যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ ।
তবে এখনো তার নাম-ঠিকানা জানা যায়নি।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শ (তদন্ত) মো.এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন আছে এবং লাশের পাশে ধারালো ছুড়ি পাওয়া গেছে।
লাশ ময়ন্তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।