মুন্সিগঞ্জ, ৬ জুলাই, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আল আমিন খান (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৫ই জুলাই) আনুমানিক রাত সাড়ে ৭ টার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।
জানা যায়, গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশটি পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত আল আমিন খানের পরিবারের দাবি, ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছে। দীর্ঘদিন ধরে আল আমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন জানান, লাশ পুলিশ হেফাজতে আছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
উল্লেখ্য, নিহত আল আমীন খান উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী গ্রামের মতিন খানের ছেলে।