৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:৩৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুর পাড় এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত মনির সেখানে জমি ভাড়া নিয়ে টিনের ঘর তুলে স্ত্রীসহ বসবাস করছিলেন। এর পাশেই তার শশুর বাড়ি।

মৃত মনির পাটোয়ারি (৩৩) চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভাঙ্গা এলাকার রহমান পাটোয়ারীর ছেলে। তিনি মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভ্রাম্যমাণ খাদ্যপণ্যের ব্যবসা করতেন।

গতকাল সোমবার রাত ১০টা’র দিকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে এ ঘটনায় মধ্যরাতে মুন্সিগঞ্জ সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়।

মৃত মনিরের মামাতো ভাই শাহ আলম অভিযোগ করে বলেন, আমাদের সন্দেহ হত্যার পর মনিরকে ঝুলিয়ে রেখে আমাদের খবর দিয়েছে তার শশুর বাড়ির লোকজন। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মৃতের স্ত্রী, বাবা, বড় ভাইসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করার চেষ্টা করা হলেও পুলিশ গ্রহণ করেনি।

মৃতের মামাতো বোনের স্বামী গফুর আলী সরকার বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে মনিরের স্ত্রীর বড় ভাই আল আমিন আমাকে ফোন করেন। তিনি জানান, মনির সেখানে উল্টাপাল্টা আচরণ করছে। তখন মোবাইল ফোনে মধ্যে অনেক চিৎকারের শব্দ শুনতে পাই। তারা আমাকে সেখানে যেতে বলেন। ২০-২৫ মিনিট পর পুনরায় ফোন করে গফুর জানান, মনির মারা গেছে। পাশ থেকে আরেকজন বলছিলো ফাঁসিতে ঝুলে মারা গেছে।’

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ কালাম তালুকদার জানান, রাত ১০টার দিকে ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে নিহতের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।

পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুর পাড় এলাকার ইউনুস শেখের মেয়ে শায়লা আক্তার নীলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মনিরের। তাদের সংসারে তিন বছর বয়সী এক মেয়ে সন্তান আছে। মনির বিভিন্ন মেলায় খাদ্যপণ্যের ব্যবসা করার কারণে বেশির ভাগ সময়ই বাড়ির বাইরে থাকতেন। কয়েকদিন পরপর বাড়িতে আসতেন। স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো মনিরের। সোমবার রাতে মনির শ্বশুরবাড়িতে ছিলেন। ওই বাড়িতে মনিরকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, এ ঘটনায় গতকাল মধ্যরাতে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে, কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে পরে সেটি হত্যা মামলায় রুপান্তর করা হবে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!