২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:০০
মুন্সিগঞ্জে মুদি দোকানে গ্যাস সিলিন্ডার বেচায় জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া মুদি দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি ও বেশি দামে পণ্য বিক্রি করায় মোবাইল র্কোট পরিচালনা করে জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ সদরের মুন্সীরহাট ও চর ডুমুরিয়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিকাশ চন্দ্র র্বমণ এই অভিযান পরিচালনা করেন।

এসময় মুদি দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ৫ টি দোকানকে ১৩ হাজার টাকা ও বেশি দামে পণ্য বিক্রি করায় একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিকাশ চন্দ্র র্বমণ ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘অভিযানের সময় চাল, ডাল, আদা, রসুন ও পিয়াজের দাম জনসাধারণের কাছ থেকে বেশি না রাখতে দোকানদের সতর্ক করে দেয়া হয়।

error: দুঃখিত!