মুন্সিগঞ্জ, ৫ অক্টোবর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারে বেড়াতে আসা ভাগ্নি তার মামার স্মার্টফোন সাথে করে নিয়ে নিখোঁজ রয়েছে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাবাজার ইউনিয়নের চেঙ্গাবুনিয়া কান্দি গ্রাম থেকে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে শতাব্দী মোহরী (১৪) নামের ঐ কিশোরী নিখোঁজ হয়।
মেয়েটির বাড়ী বরিশাল জেলার উজিরপুর থানার জল্লা গ্রামে। মেয়েটির বয়স ১৪ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্শা, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য হালকা পাতলা, পড়নে নীল রংয়ের সেলোয়ার কামিজ পড়া ছিল।
এ ঘটনায় মেয়েটির মামা মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
মেয়ের মামা পূর্ণ চন্দ্র বাছার জানান, আমার ভাগ্নি শতাব্দী মোহরী (১৪) নিখোঁজ হওয়ার ১২ দিন আগে আমার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে কোনো কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর আমি সহ আমার আত্মীয় স্বজন অনেক খোজাঁখুজি করে তাকে পাইতেছি না। আমি মেয়ের নিখোঁজের বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করি।
নিখোঁজ মেয়েটি সম্পর্কে কেউ তথ্য দিতে চাইলে সদর থানার ফোন নাম্বার ০১৭১৩৩৭৩৩৯৬, ০১৩২০০৯৩৩৭৪ মেয়ের মামার ফোন নাম্বার ০১৭৬৭৭৪১৮৪৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।