১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৪:৪২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া থেকে কামরুল হাসান রিমন (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে বলে তার স্বজন ও পুলিশ জানিয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ৮ টার দিকে বাড়ি থেকে সিপাহীপাড়া বল্লাল বাড়ীস্থ মোহাম্মদীয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দ্যেশে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়।

ছেলেটির বাড়ি সদরের ডিঙ্গাভাঙ্গা এলাকায়। তার বাবার নাম মো. লিটন শেখ। ছেলেটির বয়স ১৬ বছর, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমন্ডল লম্বাকৃত, স্বাস্থ্য মোটামুটি, পড়নে লাল সোয়েটার গেঞ্জি ও সাদা পায়জামা পড়া ছিল।

এ ঘটনায় ছেলেটির বাবা লিটন শেখ মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ছেলেটির বাবা জানান, ছেলে প্রতিদিনের মতো ওই দিন মাদ্রাসায় যাওয়ার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়। কিন্তু ওইদিন সে বাসায় ও মাদ্রাসায় ফেরেনি। আমি সহ আমার আত্মীয় স্বজন অনেক খোজাঁখুজি করে পাইতেছি না।

নিখোঁজ ছেলেটির সম্পর্কে কেউ তথ্য দিতে চাইলে সদর থানার ফোন নাম্বার ০১৭১৩৩৭৩৩৯৬ ও ০১৩২০০৯৩৩৭৪ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

error: দুঃখিত!