১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৩:০২
মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক
খবরটি শেয়ার করুন:
19

মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সীগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে ধর্ষক কে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।

এরপর ওই ছাত্রী বাদী হয়ে মামলা করলে শনিবার দুপুরে তাজির গাজী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, পুরা ডিসি মহিলা মাদ্রাসার ওই ছাত্রী রাত সাড়ে ১১টার দিকে বাড়ির চাপকল থেকে অজু করছিল। এসময় ওঁৎ পেতে থাকা প্রতিবেশী তাজির গাজী ওই ছাত্রীর মুখে গামছা দিয়ে ঝাপটে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তাজিরের ঘর থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

এদিকে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা তাদের আটকে রেখে দুই লাখ টাকার বিনিময়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, এ ঘটনায় করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।