মুন্সিগঞ্জ ৪ নভেম্বর, ২০১৯, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক যুবকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২ নভেম্বর) রাত ৮টায় উপজেলার কাঠাদিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, হাজী মো. একাব্বর আলী শেখের ছেলে মো. মাসুম শেখের অটো গ্যারেজে মতিন গংরা অটো গাড়ি রাখেন এবং রাতে সেখানে মাদক সেবন করেন। মাসুম বিষয়টি জানতে পেরে অন্য কোথাও তাদের অটো গাড়িটি রাখার জন্য বলে। পরে শনিবার রাতে মতিন অটো নিয়ে আসলে মাসুম তার গ্যারেজে অটো গাড়ি রাখতে না দিলে মতিনের সঙ্গে তার বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে আ. মতিন (৪৫), আহাদ মিয়া (৪০), নাহিদ (৩৫), স্বপন (৩৫), আনোয়ার হোসেন (৩৮), আকাশ (২২) ও ইব্রাহীম (২০) হামলা চালালে মাসুম গুরুতর আহত হয়।
আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। আহত মাসুম জানায় আমার গ্যারেজে তাদের অটো রাখতে না দেওয়ায় তারা আমার ওপর হামলা চালায়। এ সময় আমি এক বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়ে ঘরের দরজা ভেঙে আমাকে পিটিয়ে আহত করে।
এ বিষয়ে মতিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
টংগিবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান দুই পক্ষই থানায় অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।