১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:১২
মুন্সিগঞ্জে মাদক সহ পাঞ্জাবি সুমন গ্রেফতার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে ১০ ক্যান বিয়ারসহ সুমন ওরফে পাঞ্জাবি সুমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার গ্রেফতারকৃত সুমনকে আদালতের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. মোজাম্মেল হক ‘আমার বিক্রমপুর’ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মুক্তারপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।

এ সময় সুমনকে ১০ ক্যান বিয়ারসহ গ্রেফতার করা হয়। পরে তার বাসভবনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান মদের খালি বোতল জব্দ করা হয়।

এ ঘটনার তার বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হয়েছে। এর আগেও তার নামে মাদক মামলা রয়েছে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।