মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় দুই মাদকব্যবসায়ী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে চিন্হিত মাদক কারবারি সুমন বিশ্বাস ওরফে কানা সুমন(৩২) নিহত হয়েছে বলে জানায় পুলিশ।
রোববার (২৭ মে) দিনগত রাত ১টার দিকে পৌর এলাকার কাছলা ব্রিজ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুমন নৈদিঘীর পাথর গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, দুই মাদক গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয় সুমন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় ২৫টি মাদক মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে এছাড়া বিপুল পরিমান ইয়াবা ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে যে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয় তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।