২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:১৩
মুন্সিগঞ্জে মহিষ চড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল রাখালের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মহিষ চড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় রিপন মিয়া (৪৫) নামে এক রাখালের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকাল ৩ টায় ঢাকা-মাওয়া-খুলনা ট্রেন লাইনের উপর সিরাজদিখানের রামের খোলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিপন মিয়া দীর্ঘদিন যাবত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের মোকসেদ মিয়ার বাড়িতে থেকে রাখালের কাজ করতেন। প্রতিদিনের মত বুধবারও তিনি রামেরখোলা নামক স্থানে রেল লাইনের উপর মহিষকে ঘাস খাওয়াচ্ছিলেন। এসময় ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেন যাবার পথে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী মৃত্যুর তথ্য ও নিহতের পরিচয় নিশ্চিত করেন।

সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) মো. মুক্তার হোসেন বলেন, রেল লাইনে এক ব্যক্তি নিহত হবার ঘটনাটি তারা অবগত আছেন।

error: দুঃখিত!