স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায় কাদামাটি পোশাকের শোরুমে চাঁদা না দেওয়ায় হামলা চালানো হয়েছে।
শনিবার দুপুরে দলবল নিয়ে এই হামলা চালান হাবিব মন্ডল।
এতে কাদামাটির সত্ত্বাধিকারী আরিফুর রহমান অপুসহ এক কর্মচারী আহত হয়েছেন।
আহতদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির মালিক অপু বলেন, হাবিব আমার নিকট পনেরো হাজার টাকা চাঁদা দাবি করে করে। বিষয়টি আমি রামপাল ইউপি চেয়ারম্যানকে জানাই। তাতে সে ক্ষিপ্ত হয়ে আমার দোকানে হামলা চালায়। এতে দোকানের কর্মচারীর একটি এনড্রয়েড ফোনসহ অনেক কিছু খোয়া গেছে। হাবিব মন্ডল স্থানীয় মহিলা মেম্বার মর্জিনা বেগমের ছোট ভাই। এই বিষয়ে তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।