মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বঙ্গবন্ধু মহাসড়কের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালকের প্রাণ গেছে। এসময় সাথে থাকা আরোহী আহত হন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে মহাসড়কের ষোলঘর বটতলা এলাকায় মাওয়ামুখী রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত মো. রনি (৩৫) খুলনা জেলার রামপাল উপজেলার আবুল হোসেনের পুত্র। আহত আলমগীর (৫০) একই এলাকার গণি শেখের পুত্র।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে প্রেরণ করেছে।