২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৯:২০
মুন্সিগঞ্জে মহাসড়কের পাশে পড়েছিল অজ্ঞাত তরুণীর মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রামের খোলা নামক এলাকার ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে মরদেহটি উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো. নোমান সিদ্দিকি বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।  আনুমানিক ২৫-৩০ বছর বয়সী ওই নারীর শরীরে পোশাক ছিল না।

তিনি বলেন, ধারণা করছি- দুর্বৃত্তরা কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহের পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহায়তা নেওয়া হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

error: দুঃখিত!