মুন্সিগঞ্জ, ১৬ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় নিখোঁজ অটোচালকের মরদেহ পাওয়া গেছে।
শনিবার বেলা ১১ টার দিকে মহাসড়কের নিমতলায় ফুটওভার ব্রিজের পাশ থেকে অটোরিকশা চালক আলাউদ্দিন বেপারির (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অটোচালকের বড় ভাই হালিম বেপারি জানান, শুক্রবার বিকালে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন আলাউদ্দিন। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে সবাই। পরে আজ শনিবার সকালে মরদেহ উদ্ধার হয় তার। এসময় অটোরিকশার কোন হদিস পাওয়া যায়নি।
নিহত আলাউদ্দিন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার মৃত জুম্মন বেপারির পুত্র।
মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে বলে নিশ্চিত করেন তিনি।