১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১১:৪৬
মুন্সিগঞ্জে মন্দিরের গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে একটি মন্দিরের গ্রিল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি কালাচাদ শাহা।

অভিযোগে উল্লেখ করা হয়, রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার ভোর সকাল ৭টার মধ্যকার সময়ে ভবেরচর বাজার সংলগ্ন মধ্য ভবেরচর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের লোহার গ্রিল ভেঙ্গে মুর্তির গায়ে থাকা আনুমানিক সাড়ে ৪ ভরি ওজনের স্বর্ণের অলংকার, কৃষ্ণের হাতের স্বর্ণের প্রলেপ দেওয়া রুপার বাঁশি সহ প্রায় ৬ ভরি রুপার গহনা এবং প্রনামির নগদ ৫০ হাজার টাকা চুরি হয়।

আরও বলা হয়, মন্দিরের পুরোহিত মানিক চক্রবর্তী (৬৫) উল্লেখিত মন্দিরে দীর্ঘ প্রায় ১২ বছর ধরে পুরোহিত হিসেবে কাজ করেন। গত ৮ ফেব্রুয়ারি দুপুরে তিনি মন্দিরের গ্রিলে তালা দিয়ে বাড়িতে যান।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, থানায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দিরটি নিস্তব্ধ একটি এলাকায়। সেখানে নিরাপত্তার দায়িত্বেও কেউ ছিলো না।

ওসি বলেন, ‘আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে বিষয়টি দেখছি। ঘটনা উদঘাটনে একাধিক টিম কাজ করছে।’

error: দুঃখিত!