মুন্সিগঞ্জ, ৩০ জানুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১ টা’র দিকে সদরের পঞ্চসারের এলাকায় আওয়ামী মটর চালক লীগের আয়োজনে ২০০ শীতার্ত পরিবারের মাঝে এই কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাস, জেলা মোটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ইসমাইল দেওয়ান, মোটর চালক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন, মুজিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আসাদ মিয়া, সেলিম মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন রহমান প্রমুখ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোটর চালক লীগের সভাপতি আওলাদ হোসেন।