মুন্সিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে সাইজুদ্দিন ফকিরের ওরসে একসাথে ২৮ টি চুলোয় পিঠা বানিয়ে ব্যতিক্রমী আয়োজন করলো পাগল রবিউল শা’ নামের এক ব্যাক্তি।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাঘাইকান্দি গ্রামে ওরসে আসা ভক্ত ও আগত লোকজনকে নিয়ে এ পিঠা উৎসব করা হয়। একসাথে ২৮টি মাটির চুলোয় পিঠা তৈরি দেখতে আশপাশসহ এলাকার লোকজন ভীড় জমায়।
জানা গেছে, সাইজুদ্দিন শা’ ফকির ও পাগল রবিউল শায়ের ভক্তরা ৪২ বছর ধরে এ ওরস পালন করে আসছেন। ওরসকে কেন্দ্র করে প্রতিবছর মেলার আয়োজন হয়। মেলায় আশপাশসহ বিভিন্ন এলাকার লোকজন এখানে ঘুড়তে আসেন।
এ বিষয়ে মো. উজ্জল শা বলেন, ৪২বছর আগে সাইজুদ্দিন শা’ ফকির আমার বাবা রবিউল শা’ কে ওরসে আসা ভক্ত ও লোকজনকে প্রতিবছর বিনামূল্যে পিঠা খাওয়াতে বলেন। এরই ধারাবাহিকতায় আমার বাবা ও আমরা এ পিঠা উৎসব করে আসছি।