মুন্সিগঞ্জ ২৯ সেপ্টেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মানিকপুর এলাকায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে মেরে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে কথিত এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
স্থানীয় ব্যবসায়ী শিমুল তালুকদার ‘আমার বিক্রমপুর’ এর কাছে অভিযোগ করে বলেন, ‘এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ী ও কথিত যুবলীগ নেতা আব্দুর রহমান গাজী তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে গত রবিবার (২৯ সেপ্টেম্বর) তার দোকানে ৭-৮ জন সংঘবদ্ধ লোক নিয়ে তাকে টেনেহিঁচড়ে তুলে নেয়ার চেষ্টা করে রহমান। এসময় তার সাথে তার ভাই আল আমিন (২৫) ও নজু মিয়ার ছেলে নিল্টন (৩৫) সহ আরও কয়েকজন ছিলো। এই পুরো ঘটনার দৃশ্য তার দোকানের সি সি ক্যামেরায় ধারন হয়।’
ঘটনার মুহুর্তের সিসি ক্যামেরার ফুটেজ ‘আমার বিক্রমপুর’ এর কাছেও রয়েছে।
এদিকে খোজ নিয়ে জানা গেছে রহমান গাজীর যুবলীগে কোন পদ-পদবী নেই। ব্যক্তিগত ক্ষমতা ব্যবহারের উদ্দেশ্যে তিনি যুবলীগের নাম ভাঙিয়ে দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ শহরে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
যুবলীগে কোন পদ না থাকলেও ক্ষমতার দাপট দেখাতে নিজেকে নিজে প্রচার করেন ‘যুবলীগ নেতা’ হিসেবে