মুন্সিগঞ্জ ২৪ ডিসেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে বেড়াতে এসে লাশ হলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্র।
মুন্সিগঞ্জ সদর উপজেলা চর আব্দুল্লাহ এলাকায় মেঘনা নদীতে নিখোঁজের সাড়ে আট ঘণ্টা পর ওই ছাত্র ফাহিমের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ফাহিম ড্যাফডিল বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির সিএসই বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র এবং চাঁদপুর মতলব এলাকার মো. বাবুলের ছেলে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফাহিমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে সকাল ১০টায় মেঘনা নদীতে ছবি তুলতে গিয়ে নিখোঁজ হন ফাহিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই বিশ্ববিদ্যালয়ের বন্ধু ইমরানের সঙ্গে আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ এলাকায় বেড়াতে আসেন ফাহিম। সকালে দুজন নদীতে গিয়ে হাঁটু পানিতে নেমে ছবি তোলার একপর্যায়ে পড়ে গিয়ে ঢেউয়ে ভেসে যান ফাহিম। সাঁতার না জানায় তিনি আর উঠতে পারেনি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজে খবর পেয়ে দুপুর ১টা থেকে উদ্ধার অভিযানে নামে টিম।
বিকালে সাড়ে ৫টায় ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতের এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়।