১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:৩৬
মুন্সিগঞ্জে বেকারিতে নোংরা পরিবেশে তৈরি হচ্ছিলো বিস্কুট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বেকারিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে বিস্কুট তৈরির সময় জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাইপাস এলাকায় এই অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় একতা বেকারীতে অভিযান চালালে দেখা যায়, উৎপাদিত বেকারী সামগ্রীর মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ করা হচ্ছেনা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ ‘আমার বিক্রমপুর’ কে জানান, বেকারীটিতে অত্যন্ত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী করা হচ্ছিলো। তাই তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করে কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

error: দুঃখিত!