মুন্সিগঞ্জ, ৯ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
চলমান সংকটে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মুন্সিগঞ্জের বিভিন্ন প্রান্তের সড়কে কাজ করছেন শিক্ষার্থীরা। এছাড়া সকাল থেকে দুপুর আবার দুপুর থেকে রাত পর্যন্ত আলাদা টিম গঠন করে নিয়েছেন তারা।
শুক্রবার সকালে শহরের পৌরসভা চত্বর এলাকায় দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করেই ট্রাফিকের কাজ করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।
কথা হলে তারা বলেন, ‘পড়ালেখার পাশাপাশি দেশপ্রেমের জায়গা থেকে দেশের যেমন শৃঙ্খলা ফিরিয়েছে শিক্ষার্থীরা তেমনি ট্রাফিক সদস্যদের অবর্তমানে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন তারা।’
প্রসঙ্গত, গেল ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। ওইদিন মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে বিজয় মিছিল নিয়ে উল্লাস করতে করতে বেড়িয়ে পড়ে হাজার হাজার জনতা। পরে বিক্ষুব্ধরা শহরের ট্রাফিক কার্যালয়, সদর থানা, পৌরসভা কার্যালয় সহ বিভিন্ন স্থানে আগুন দেয়। এরপর থেকে বন্ধ রয়েছে ট্রাফিক পুলিশের কার্যক্রম।