২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:০৯
মুন্সিগঞ্জে বিস্ফোরণে নিহত শ্রমিকের লাশ তদন্তের জন্য কবর থেকে উত্তোলন
খবরটি শেয়ার করুন:

মুক্তারপুরে সাওবান ফাইবার ইন্ডাষ্ট্রিজ নামে কারেন্টজাল তৈরি ও সূতা তৈরিসহ আয়রন মেশিনের বয়লার বিস্ফোরণে নিহত হওয়া শ্রমিক সজীবের (২৮) লাশ করব থেকে উত্তোলন করা হয়েছে।

আজ বুধবার বিকেল ৫টার দিকে মুক্তারপুরের বাগবাড়ি কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।

নিহত সজীব মুক্তারপুরস্থ বাগবাড়ি এলাকার শহীদ মিয়ার ছেলে।

সদর থানার এসআই তৈয়বুর রহমান সোহেল জানান, মামলার তদন্তের স্বার্থে বয়লার বিস্ফোরণে নিহত সজীবের লাশ উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহের নেতৃত্বে লাশ উত্তোলন করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার নিহত শ্রমিকের মা রাজিয়া বেগম বাদী হয়ে কারখানার মালিক গোলাম মোস্তফা ও তার স্ত্রী ডালিয়া বেগমকে আসামী করে থানায় মামলা করেন।

লাশের ময়নাতদন্তের জন্য আজ বুধবার বিকেলে শ্রমিক সজীবের লাশ উত্তোলন করে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মুক্তারপুরস্থ সাওবান ফাইবার ইন্ডাষ্ট্রিজে বয়লার বিস্ফোরণে অপারেটর সজীবের মৃত্যু হয়

ঘটনার পরপরই ধামাচাপা দিতে নিহত সজীবের লাশ তড়িঘড়ি করে দাফন করে ফেলে কারেন্টজাল তৈরি ফ্যাক্টরির মালিক গোলাম মোস্তফা।

সূত্র: রামপাল নিউজ।

error: দুঃখিত!