মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের উপকন্ঠ চর মুক্তারপুর এলাকায় বাস ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ ভাই বোনের পর মৃত্যু হয়েছে বাবা মো. কাউছার খানের (৪২)। এদিকে একই ঘটনায় গুরুতর দগ্ধ মা শান্তা বেগমের জীবন সঙ্কটে রয়েছে।
গতকাল শনিবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত বৃহস্পতিবার মো. কাউছার খানের শিশু সন্তান ইয়াছিন (৫) ও নোহর (৩) মারা যায়।
ময়নাতদন্ত শেষে গত শুক্রবার দুপুরে কাউছারের ছেলে ও মেয়ের মরদেহ কিশোরগঞ্জ জেলার নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়।
মো. কাউছার খান মুক্তারপুর এলাকার শাহ সিমেন্ট ফ্যাক্টরির রিভার ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। চরমুক্তারপুর এলাকার চারতলা ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসার একটি কক্ষে থাকতেন তারা চারজন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোর রাত সোয়া ৪ টার দিকে চরমুক্তারপুর এলাকায় হাজী জয়নালের চারতলা বাস ভবনের দ্বিতীয় তলার ভাড়াটে কাউসারের ফ্লাটের রান্না ঘরের তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের লিকেজ থেকে বিস্ফোরন ঘটে। এতে রান্নাঘর ও ফ্ল্যাটের অপর দু’টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। ফ্ল্যাটের জানালার কাঁচ ও দরজা ভেঙ্গে চুরমার হয়। ফ্ল্যাটে থাকা কাউসারসহ তার পরিবারের ৪ সদস্য অগ্নিদগ্ধ হয়।