২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:৩৭
মুন্সিগঞ্জে বিপ্লব-শাহিন’ই অাওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থী
খবরটি শেয়ার করুন:

ডেস্ক রিপোর্ট: তফসিল ঘোষিত পৌরসভা নির্বাচনে মুন্সিগঞ্জ সদর উপজেলা’র দুই পৌরসভায় অাওয়ামীলীগ প্রার্থী চূড়ান্ত করেছে।

নানা বিতর্ক উঠলেও মনোনয়ন কমিটির ঠিক করে দেয়া বিতর্কিত প্রার্থীদেরকেই মনোনয়ন দিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। কার্যত এর মাধ্যমে স্থানীয় সংসদ সদস্যের মতামতকে উপেক্ষা করা হয়েছে।

তবে অাওয়ামীলীগের রাজনীতিতে নিজের প্রভাব প্রমানে সফল হয়েছেন জেলা অাওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন।

অানুষ্ঠানিকভাবে অাওয়ামীলীগ প্রার্থীদের তালিকা প্রকাশ না করলেও দলের একজন কেন্দ্রীয় নেতা ও দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকা প্রথম অালো নিশ্চিত করেছে যে, মুন্সিগঞ্জ শহর পৌরসভায় জেলা অাওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন পূত্র ও বাংলাদেশ অাওয়ামীলীগের উপ কমিটির সহ-সম্পাদক ফয়সাল বিপ্লব ও মিরকাদিম পৌরসভায় ‘রাজাকারের নাতি’ খ্যাত বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিন নৌকা প্রতীকে নির্বাচনে নামার জন্যে অাওয়ামীলীগের প্রত্যয়নপত্র হাতে পেয়েছেন।

অাজ তারা এই প্রত্যায়ন পত্র সহ মনোনয়ন ফরম জেলা নির্বাচন কমিশনে জমা দিবেন।

error: দুঃখিত!