১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:১৮
মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ ডিবির জালে যুবক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকা থেকে রোববার রাতে বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ মহসিন মৃধা (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মহসিন একই এলাকার শহীদুল হক মৃধার ছেলে।

এ ঘটনায় মামলা রুজুর পর সোমবার আসামী মহসিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

মুন্সিগঞ্জ ডিবি পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, মহসিন দীর্ঘদিন ধরে মানিকপুর এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। রোববার রাতে এস আই মোরশেদ আহমেদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মাদক ও অস্ত্র উদ্ধার অভিযান চালানোর সময় মানিকপুর মসজিদের সামনে থেকে মহসিনকে আটক করা হয়।

এ সময় তল্লাশি চালালে তার কোমরে থাকা একটি আমেরিকান তৈরী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় এস আই মোরশেদ বাদী হয়ে সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করেছে।

error: দুঃখিত!